কখন হারিয়ে যাওয়া কখন চুরি হয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে উপযুক্ত মালিকের হাতে তুলে দিল আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিশ । জানাগিয়েছে, বিভিন্ন সময় চুরি যাওয়া এবং হারিয়ে যাওয়া মোবাইল ফোনের লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্তে নেমে ১৬ টি মোবাইল ফোন উদ্ধার করে উপযুক্ত মালিকের হাতে সোমবার তুলে দেওয়া হয় । এই বিষয়ে কামাখ্যাগুড়ি পুলিশ ফাঁড়ির ওসি প্রদীপ মণ্ডল বলেন,মোট ১৬ টি মোবাইল ফোন উপযুক্ত মালিকের হাতে তুলে দেওয়া হয় ।
