খবর ছিল একটি চুরির পিকআপ ভ্যান জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি হয়ে উত্তর দিনাজপুরের দিকে যাচ্ছে। সেই মতো শনিবার গভীর রাতে তিনবাত্তি মোরে ফাঁদপাতে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ।সেই মতো একটি পিকআপ ভ্যানকে আটক করে তার গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করতে তার কথায় মেলে অসঙ্গতি। মেলেনি কোন গাড়ির বৈধ কাগজপত্র।

শুধু তাই নয় পুলিশের সন্দেহ গাড়ির নাম্বারটিও ভুয়ো বলে মনে করছে পুলিশ।
এর পরেই গ্রেফতার করা হয় গাড়ির চালক জুনেত আলমকে।জানাগেছে ধৃত উত্তরদিনাজপুর চাকুলিয়া থানার কানকির বাসিন্দা।ধৃতকে রবিবার জলপাইগুড়ি আদালতে পাঠিয়ে তদন্তের স্বার্থে ৭দিনের রিমান্ডের আবেদন জানাবে পুলিশ।