চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়ি পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের মোহন্তপাড়া বাইলেন এলাকায়। ভোররাতেই এই চুরির ঘটনা ঘটে বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোতোয়ালি থানার পুলিশ।
জানা গিয়েছে, যে বাড়িতে চুরি হয়েছে সেটি তখন ফাঁকা ছিল। বাড়ির সদস্য প্রদীপ সরকার জানান, পুজোর সময় পরিবারের সবাইকে নিয়ে বাইরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা রয়েছে ।

সেই উদ্দেশ্যে আগেভাগে ট্রেনের টিকিট কাটতে ভোর রাত ৩টা নাগাদ তিনি বাড়ি থেকে বেরিয়ে জলপাইগুড়ি টাউন স্টেশনে যান। আনুমানিক সকাল ৯টার দিকে বাড়িতে ফিরে এসে চুরির ঘটনা টের পান। তিনি বলেন, “গ্রিলের তালা ভেঙে আলমারি থেকে টাকা-পয়সা ও অন্যান্য জিনিসপত্র নিয়ে চোরেরা চম্পট দিয়েছে। সত্যিই অবাক হয়েছি, খুব খারাপ লাগছে।”এদিকে অভিযোগ পাওয়ার পরই ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তদন্ত শুরু করেছে।