চুঁচুড়ার কামারপাড়া দাসপাড়ায় রাস্তার ধারে থাকা একটি ডাস্টবিন থেকে উদ্ধার হল মানুষের কঙ্কাল। হুগলি-চুঁচুড়া পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডে ডাস্টবিন পরিষ্কার করতে এসে কঙ্কালের খোঁজ পান পুরকর্মীরা। একটি প্লাস্টিকের প্যাকেট তুলতেই বেরিয়ে আসে একটি খুলি।
সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ে উত্তেজনা। খবর দেওয়া হয় চুঁচুড়া থানায়। পুলিশ এসে ওই প্যাকেটটি খুলে দেখে, তাতে রয়েছে শরীরের অন্যান্য অংশের হাড়গোড়ও।

গোটা কঙ্কাল উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। ঘটনায় হতবাক স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, এই এলাকা অত্যন্ত শান্তিপূর্ণ। সেখানে এভাবে মানুষের কঙ্কাল উদ্ধার হওয়ায় তাঁরা আতঙ্কিত। পুলিশ কঙ্কালটি ময়নাতদন্তে পাঠিয়েছে এবং ঘটনার উৎস ও প্রকৃতি জানার জন্য তদন্ত শুরু করেছে।কোথা থেকে এ কঙ্কাল এল, তা ঘিরে তৈরি হয়েছে রহস্য ।