বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে ঢাকায় বিক্ষোভ মিছিল করলেন হিন্দু ধর্মাবলম্বীরা। শুক্রবার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জোটের নেতৃত্ব জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে। পরে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জোটের ব্যানারে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে পল্টন মোড়ে বিক্ষোভ মিছিলটি নিয়ে যায়। বিক্ষোভ মিছিলে কয়েকশ’ হিন্দু ধর্মাবলম্বী নারী-পুরুষ অংশ নেন। এসময় তারা চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তির দাবি জানান।