DIGITAL BANGLA NEWS

আপনার এলাকার খবর

চিতাবাঘ আতঙ্ক জলপাইগুড়ি উত্তমেশ্বর হাইস্কুল সংলগ্ন এলাকায়

জলপাইগুড়ির সদর ব্লকের কালিয়াগঞ্জ এলাকার উত্তমেশ্বর হাইস্কুলের পার্শ্ববর্তী এলাকায় চিতাবাঘের উপস্থিতি ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য ও আতঙ্ক। গতকাল স্কুলের পাশে চিতাবাঘ দেখা যাওয়ার খবর পাওয়ার পরপরই ছাত্রছাত্রীদের সতর্ক করে স্কুল কর্তৃপক্ষ। আজ, ছাত্রছাত্রীদের নিরাপত্তার স্বার্থে স্কুলের গেট সহ চারপাশ ঘিরে রেখে পঠনপাঠন চালানো হচ্ছে।
বন দফতরের পক্ষ থেকে স্কুল সংলগ্ন এলাকায় বসানো হয়েছে খাঁচা ও ট্র্যাপ ক্যামেরা। উল্লেখযোগ্যভাবে, এই স্কুল থেকে সামান্য দূরেই অবস্থিত গুয়াবাড়ি গ্রামে গত এক মাস ধরে চিতাবাঘের গতিবিধি লক্ষ্য করা যাচ্ছে। সেখানে ইতিমধ্যেই খাঁচা পাতা হয়েছে।

পাশাপাশি রাতে এলাকায় মাইকিং করে বাসিন্দাদের সচেতন করছে বন দফতর। স্কুল কর্তৃপক্ষের তরফ থেকেও অভিভাবক ও ছাত্রছাত্রীদের সতর্ক থাকতে বলা হয়েছে।এবিষয়ে স্থানীয় বাসিন্দা প্রবীর রায় জানান, “এই এলাকায় আগে কখনও এমন ঘটনা ঘটেনি। সবাই আতঙ্কে রয়েছে। বন দফতর দ্রুত ব্যবস্থা নিক।”
স্কুলের প্রধান শিক্ষক অনিরুদ্ধ শর্মা বলেন, “ছাত্রছাত্রীদের সুরক্ষা আমাদের প্রথম অগ্রাধিকার। তাই গেট বন্ধ রেখে ও সতর্কতা অবলম্বন করে ক্লাস চালানো হচ্ছে।”
বৈকুণ্ঠপুর রেঞ্জের রেঞ্জার উত্তম সরকার জানান, “বনদফতর চিতাবাঘ ধরতে সবরকম ব্যবস্থা নিচ্ছে। এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। খুব শিগগিরই চিতাবাঘটিকে ধরে ফেলা সম্ভব হবে। ”স্থানীয়দের দাবি, যতদিন না বাঘটি ধরা পড়ছে, ততদিন স্কুল ও গ্রামের চারপাশে বন দফতরের নজরদারি আরও জোরদার করা হোক।

শেয়ার করুন...

Facebook
Twitter
WhatsApp
Telegram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live TV

play-sharp-fill

নতুন খবর আবার পড়ুন

বেতন বৃদ্ধির দাবি, কোচবিহার পৌরসভার কাউন্সিলরদের ঘিরে বিক্ষোভ অস্থায়ী কর্মীদের

কোচবিহার পৌরসভার কাউন্সিলরদের ঘিরে বিক্ষোভ পৌরসভার অস্থায়ী কর্মীদের।বিক্ষোভ কারীদের দাবি

Read More »