ফের চিতাবাঘের হানায় মৃত্যু হল এক কিশোরের। মঙ্গলবার সন্ধ্যায় নাগরাকাটা ব্লকের দক্ষিণ খেরকাটা এলাকায় চিতাবাঘের হানা ঘটেছে। বাড়ির উঠোন থেকে অকস্মিক রায়(১২) নামে এক কিশোরকে জঙ্গলে টেনে নিয়ে যায় চিতাবাঘ। এরপরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে শুল্কাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে কিশোরকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। এরপরই হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মানুষ খেকো এই চিতা বাঘের হানা কবে রুখে দেওয়া সম্ভব হবে, তা নিয়েই প্রশ্ন তোলেন বাসিন্দারা।

এতেই কিছুটা উত্তেজনা ছড়ায়। হাসপাতালে এই মুহূর্তে নাগরাকাটা থানার আইসি, খুনিয়া রেঞ্জের রেঞ্জার সজল কুমার রায় সহ ডায়না রেঞ্জের বন কর্মীরা রয়েছে।এর আগেও দক্ষিণ খেরকাটা এলাকা থেকে এক কিশোরীকে চিতাবাঘ টেনে নিয়ে গিয়েছিল। ওই ঘটনার পর থেকে একের পর এক চিতা বাঘের হানা ঘটছে। যা নিয়ে বন কর্মী এবং প্রশাসনিক মহলেও যথেষ্ট উদ্বেগ রয়েছে। কিভাবে চিতা বাঘের হানা রুখে দেওয়া যায় যেই চেষ্টায় চালিয়ে যাচ্ছে বন কর্মীরা। ইতিমধ্যে পরপর দুইটি চিতাবাঘ খাতা বন্দি হয়, এতে কিছুটা স্বস্তি মিললেও মঙ্গলবারের ঘটনায় ফের আতঙ্ক তৈরি হয়েছে এলাকায়। তবে হাসপাতালে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে বন কর্মী এবং নাগরাকাটা থানার পুলিশ। মৃতদেহ নিজেদের হেফাজতে নিয়ে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।