গ্রামে চিতাবাঘের উপস্থিতি। আতঙ্কে ঘুম ছুটেছে জলপাইগুড়ি র পাতকাটা গ্রাম পঞ্চায়েতের নাউয়া পাড়া সংলগ্ন এলাকার বাসিন্দাদের।বুধবার সকালে এলাকায় চিতাবাঘ দেখেছেন বলে দাবি করেন এক মহিলা। পাশাপাশি মিলেছে পায়ের ছাপ। চিতাবাঘের ছবিও মোবাইল বন্দী করেছে গ্রামেরই এক যুবক। তাতেই আতঙ্ক আরও তীব্র হয়েছে। এলাকায় খাঁচা পাতার দাবি তে সরব হয়েছেন বাসিন্দারা। এদিন সকালে এলাকার ঝোপঝাড় পরিষ্কার করতে হাত লাগান পঞ্চায়েত সদস্য। আসেন বন কর্মীরাও।চিতাবাঘের খোঁজে গ্রাম জুড়ে চলছে তল্লাশি। ফাটানো হচ্ছে শব্দ বাজি। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন গ্রামবাসীরা।
