চিটফাণ্ডে প্রতারিত মানুষের অর্থ ফেরতের দাবিতে দীর্ঘ ১৫ বছর ধরে নিরলস লড়াই চালিয়ে যাচ্ছে উত্তরবঙ্গের তিনটি স্বেচ্ছাসেবী সংগঠন। এখনো পর্যন্ত ১৫৭টি চিটফাণ্ড সংস্থার বিরুদ্ধে আইনি লড়াই চালিয়েছেন তারা। এর মধ্যে ৪৫টি সংস্থার সম্পত্তি নিলামের প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। কিন্তু নিলাম শেষ হলেও, প্রতারিত মানুষদের হাতে এখনো ফেরত আসেনি তাদের গচ্ছিত অর্থ। এই অবস্থায় আন্দোলনের অন্যতম মুখ ও প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল তথা বর্তমান রাজ্যসভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্যের হস্তক্ষেপ চেয়ে সংসদে বিষয়টি উত্থাপন করার অনুরোধ জানাবেন সংগঠনের সদস্যরা। এই প্রসঙ্গে বৃহস্পতিবার শিলিগুড়িতে এক সাংবাদিক সম্মেলন করেন স্বেচ্ছাসেবী সংগঠনের শীর্ষ নেতৃত্ব। তারা জানান, শুধুমাত্র নিলাম নয়, সেই টাকাটি সরাসরি প্রতারিত আমানতকারীদের হাতে তুলে দেওয়ার জন্য কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে একযোগে চাপ দেওয়া প্রয়োজন।
