চিকিৎসার গাফিলতিতে শিশুর মৃত্যু হয়েছে এই অভিযোগ তুলে আমতা হাসপাতালে বিক্ষোভ দেখালো পরিবারের লোকজন।জানা গিয়েছে আমতা বিশুবেড়িয়া সেখ পাড়ার বাসিন্দা সেখ শামসুদ্দিনের দুই বছরের শিশুর ডায়েরিয়া নিয়ে রবিবার সকালে আমতা হাসপাতালে ভর্তি করে। সন্ধ্যায় পরিবারকে জানানো হয় তাদের শিশুর মৃত্যু হয়েছে। ঘটনার খবর চাউর হতেই হাসপাতালের সামনে জড়ো হতে থাকে শিশুর পরিবারের লোকজন। হাসপাতালের সামনে বিক্ষোভ দেখাতে থাকে মৃত শিশুর পরিবারের লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে আমতা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ বিষয়ে হাসপাতালের কর্তৃপক্ষের এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
