চা শ্রমিকদের একাধিক দাবিদাওয়া নিয়ে আন্দোলনে নামল শ্রমিক সংগঠনের জয়েন্ট ফোরাম কমিটি। মঙ্গলবার জলপাইগুড়ি শহরের সমাজ পাড়া থেকে মিছিল করে আন্দোলনকারী শ্রমিক নেতা কর্মীরা শহরের বিভিন্ন রাস্তা দিয়ে মিছিল করলেন। মিছিলটি কদমতলার শ্রম দফতরে হাজির হয়। সেখানে চা শ্রমিকদের একাধিক সমস্যা তুলে ধরে অবস্থান বিক্ষোভ কর্মসূচী করেন নেতা কর্মীরা।

চা শ্রমিকদের নুন্যতম মজুরি প্রদান করার লক্ষ্যে দীর্ঘদিন থেকে লড়াই চলছে। এখনও নুন্যতম চা শ্রমিকদের মজুরির দাবি বাস্তবায়ন হয়নি। দ্রুত শ্রমিকদের নূন্যতম মজুরি প্রদানের দাবি তোলা হয় ৷শ্রমিকদের জমির পাট্টা প্রদান করা হয়নি পাশাপাশি শ্রমজীবীদের উপর আক্রমণ নেমে আসছে, বিভিন্নভাবে শ্রম আইনকে তোয়ক্কা না করে শ্রমিকদের বিরুদ্ধে আইন করা হচ্ছে। নতুন আইনের নাম করে শ্রমজীবী মানুষের জীবন জীবিকা অন্ধকারে ঠেলে দেওয়া হচ্ছে। এরই প্রতিবাদে ৯ জুলাই সারা ভারতবর্ষে সাধারণ ধর্মঘটে সামিল হচ্ছে সবাই। এরই প্রচার চালানো হয় কর্মসূচি থেকে।
ধর্মঘটের সমর্থনে ও শ্রমিকদের একাধিক দাবিদাওয়া নিয়ে এদিনের কর্মসূচি পাশাপাশি ডেপুটেশন প্রদান রয়েছে বলে জানান জয়েন্ট ফোরামের তরফে জীবন সরকার।