চালকের তৎপরতায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল টয় ট্রেন। ঘটনা দার্জিলিংয়ের জোর বাংলো এলাকার। জানা গিয়েছে এদিন একটি টয় ট্রেন যাত্রী নিয়ে দার্জিলিং স্টেশনের দিকে যাচ্ছিল। সেই সময় ওই রাস্তার পাশে থাকা গাডওয়ালে ধাক্কা মারে একটি লরি। ঘটনায় ওই গাডওয়ালার একটি অংশ লাইনের উপর পড়ে যায়। বিষয়টি দূর থেকে দেখতে পেয়ে ট্রেন দাঁড় করিয়ে দেন চালক। পরে রেল কর্মীরা পৌঁছে সিমেন্টের ওই গার্ড ওয়াল এর অংশটিকে ট্রেন লাইন থেকে সরালে স্বাভাবিক হয় এবং ট্রেনটি ফের দার্জিলিং স্টেশনের উদ্দেশ্যে রওনা দেয়। তবে চালকরা বিষয়টি লক্ষ্য না করলে বড় দুর্ঘটনা ঘটতে পারতো বলে মনে করা হচ্ছে।
