কোচবিহার খাগড়াবাড়ি এলাকা থেকে আলিপুরদুয়ার পর্যন্ত প্রায় চার হাজার তালগাছ লাগানোর পরিকল্পনা নিল পর্যাবরণ সংরক্ষণ সংস্থা। সেই কর্মসূচিকে সামনে রেখে এদিন লাইনস ক্লাব ও বিএসএফের ১৫৭ নম্বর ব্যাটেলিয়ানের যৌথ উদ্যোগে গোপালপুর বিএসএফ ক্যাম্প থেকে এই কর্মসূচির শুভ সূচনা করা হয় । সেদিন সকালে বিএসএফ ১৫৭ নম্বর ব্যাটেলিয়ান হেডকোয়ার্টারের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয় । উপস্থিত ছিলেন কমান্ডেন্ট রণধীর রঞ্জন মিশ্রা ,

পর্যবরণ সংরক্ষণ সংস্থার উদ্যোক্তা বিনয় দাস, লায়ন্স ক্লাব অফ কোচবিহার সম্পাদক পঙ্কজ বুচ্চা , অমল দেব ও অন্যান্য ।পর্যবরণ সংরক্ষণ সংস্থার উদ্যোক্তা বিনয় দাস দীর্ঘ 12 বছর ধরে কোচবিহারের বিভিন্ন এলাকায় বৃক্ষ রোপণ করে আসছেন। শুধু বৃক্ষরোপণ করাই নয় বৃক্ষ পরিচর্যা করা থেকে শুরু করে তাকে বড় বড় করছেন তারা । সেই মতোই কোচবিহার থেকে আলিপুরদুয়ার যাবার রাজ্য সড়ক রয়েছে সেই রাজ্য সড়কের দুই ধারে প্রায় চার হাজার তালগাছ লাগানোর উদ্যোগ নিয়েছেন তারা। যার মধ্যে এদিন বিএসএফ ও লাইন্স ক্লাবের সহযোগিতায় গোপালপুর ১৫৭ নম্বর বিএসএফ ক্যাম্পের সামনে বৃক্ষ রোপণ করা হয় ।
বিএসএফ ১৫৭ নম্বর ব্যাটেলিয়ান কমান্ডেন্ট রণধীর রঞ্জন মিশ্রা বলেন বি এস এফ করে একটি কর্মসূচি রয়েছে একটি গাছ নিজের মার নামে লাগান। সেই মতোই লায়ন্স ক্লাব ও পর্যবরণ সংরক্ষণ সংস্থার সাথে মিলে আজ বৃক্ষরোপণ করা হলো।
বিনয় দাস বলেন, কোচবিহার থেকে আলিপুরদুয়ার রাজ্য সড়কের উপর আমরা মোট চার হাজার তাল গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছি ।