পুজোর আগে জলপাইগুড়ি শহরে চুরি ও ছিনতাইয়ের ঘটনা বাড়ছে। একের পর এক চুরি ছিনতাইয়ের অভিযোগ উঠেছিল কয়েকদিনে৷ তদন্ত নেমে কোতোয়ালি থানার পুলিশ মোট চারজন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে। ধৃতদের থেকে বাজেয়াপ্ত হয়েছে শহরের একাধিক জায়গা থেকে চুরি হওয়া সাতটি সাইকেল ও ৬টি চুরির টোটো এ ছাড়া বৈদ্যুতিক যন্ত্রাংশ। সোমবার কোতোয়ালি থানায় সাংবাদিক বৈঠক করে জানালেন অতিরিক্ত পুলিশ সুপার শৌভনিক মুখোপাধ্যায়। শহরের স্পোর্টস কমপ্লেক্স খেলতে আসা এক খেলোয়াড়ের সাইকেল চুরির অভিযোগ উঠেছিল, বেলাকোবা ও শনিবার এলাকায় মন্দির চুরির পাশাপাশি কেনারি পাড়ায় ছিনতাইয়ের অভিযোগ উঠেছিল।

পাশাপাশি একের পর এক টোটো চুরির অভিযোগ উঠছিল। অতিরিক্ত পুলিশ সুপার শৌভনিক মুখোপাধ্যায় আরও বলেন, “একটি গুদাম থেকে টোটোর যন্ত্রাংশ, টোটো চুরির অভিযোগ উঠেছিল। এই ঘটনায় সঙ্গে যুক্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে।
তাঁদের থেকে চুরির ৬টি টোটো উদ্ধার করা হয়েছে ও টোটোর যন্ত্রাংশ পাওয়া যায়। আর কোন চুরির ঘটনায় যুক্ত রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। চুরির সাতটি সাইকেল উদ্ধার করা হয়েছে। কেরানি পাড়ার ছিনতাইয়ের ঘটনায় যুক্ত অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে, ছিনতাই গলার হার উদ্ধারের প্রক্রিয়ার মধ্যে রয়েছে। মন্দিরের চুরির ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।” এ দিনের সাংবাদিক বৈঠকে ডিএসপি (সদর) পার্থ কুমার সিংহ, আইসি সঞ্জয় দত্ত সহ অনেকে উপস্থিত ছিলেন।