রায়গঞ্জের বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কানাইপুর এলাকায় এক মহিলার চায়ের দোকান দখলের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দেবোত্তর জমির উপর দীর্ঘদিন ধরে অস্থায়ীভাবে কয়েকটি দোকান রয়েছে। সেই দোকানের একটিতে অনিমা সাহা নামের এক মহিলা চায়ের দোকান চালিয়ে সংসার চালাতেন। অভিযোগ, দোকানটি ভাঙাচোরা থাকায় তারা সংস্কারের উদ্যোগ নিলে এলাকার কিছু মানুষ বাধা দেয়। এমনকি গ্রামের কয়েকজন যুবক দোকানটি দখল করে ক্লাব তৈরির চেষ্টা চালায় বলে অভিযোগ। বাধা দিতে গেলে ধস্তাধস্তি হয়, হুমকিও দেওয়া হয়।

এরপরই রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অনিমা সাহা।
তবে অপরপক্ষের দাবি, অনিমা সাহা দেবোত্তর জমি বেআইনিভাবে দখল করে স্থায়ীভাবে পাকা দোকান নির্মাণ করছেন। যেহেতু ওই জমি কারও ব্যক্তিগত নয়, তাই স্থায়ী নির্মাণ তারা মেনে নেবেন না।
অন্যদিকে, এ বিষয়ে ওই এলাকার তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি ননীগোপাল বর্মন বলেন,