স্কুলের জমিতে অবৈধ নির্মাণের অভিযোগে সরব অভিভাবকরা,চাপে পড়ে অবশেষে ভাঙা শুরু হল অবৈধ নির্মাণ।
মাথাভাঙ্গা ২ ব্লকের পারডুবি গ্রাম পঞ্চায়েতের এগারোমাইল এলাকায় স্থানীয় জুরাণ সরকারের দেওয়া জমিতে গড়ে উঠেছে গোপাল দে স্মৃতি এম এস কে বিদ্যালয়।আর তারই জমি দখল করে অবৈধ নির্মাণ হচ্ছে বলে অভিযোগ। আর তা নিয়ে সরব হল স্থানীয় অভিভাবক তথা গ্রামবাসীরা।বুধবার গণস্বক্ষর করে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ দেখায় স্থানীয়রা।বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন।

জানাগেছে মাথাভাঙ্গা ২ ব্লকের পারডুবি গ্রাম পঞ্চায়েতের এগারোমাইল এলাকায় স্থানীয় জুরাণ সরকার ১৭ শতক জমি বিদ্যালয় তৈরির জন্য দান করেন।আর সেই জমিতেই গড়ে উঠেছে গোপাল দে স্মৃতি এম এস কে বিদ্যালয়।আর বিদ্যালয়ের জমির কিছুটা অংশ দখল করে জমি মাফিয়া অবৈধ নির্মাণ করেছে।আর অবৈধ নির্মাণ ও জমি দখলের প্রতিবাদে সরব হল স্থানীয় গ্রামবাসী তথা অভিভাবকরা।স্থানীয় বাসিন্দাসজল সরকার,মনিরা বিবি, শাহজাহান হোসেন,সহিদার মিয়াঁদের কথায় গত কয়েকদিন থেকে বিদ্যালয়ের জমির কিছুটা অংশ দখল করে অবৈধ দোকান ঘর নির্মাণ হচ্ছে।আর তাই আমরা এদিন এর প্রতিবাদে বিদ্যালয় চত্বরে বিক্ষোভ ও প্রধান শিক্ষক কে লিখিতভাবে দেখার দাবি জানাই।তাদের আরও দাবি বিদ্যালয়ের জমি দখল করে অবৈধ নির্মাণ হচ্ছে অথচ বিদ্যালয় কর্তৃপক্ষ,স্থানীয় নেতা মাতব্বর রা কি কারণে চুপ বলে প্রশ্ন তুলছেন তারা।এব্যাপারে জমি দাতার ছেলে অতুল সরকারের দাবি আমার বাবা ১৭ শতক জমি বিদ্যালয় তৈরির জন্য দান করেছিলেন।জমিটা মাপলেই বোঝা যাবে অবৈধ নির্মাণ স্কুলের জমিতে কি?এব্যাপারে বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি যমুনা দে সিংহের কথায় স্কুলের জমিতে অবৈধ নির্মাণ কোনভাবেই মেনে নেওয়া হবে না।গ্রামবাসীদের দাবি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ধনঞ্জয় বিশ্বশর্মার কথায় এই সংক্রান্ত লিখিত অভিযোগ অভিভাবকদের কাছে পেয়েছি।গোটা বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি।উনাদের নির্দেশেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।গ্রামবাসীদের আরও প্রশ্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ বিদ্যালয় কর্তৃপক্ষ কেন অবৈধ নির্মাণ দেখেও না দেখার ভান করছে।যদি এর বিরুদ্ধে ব্যাবস্থাগ্রহণ না হয় তবে আমরা ফের বৃহত্তর আন্দোলনে নামবো।অবশেষে বুধবার বিকেলে অবৈধ নির্মাণ ভেঙে ফেলতে দেখা যায়।গোটা ঘটনা এখন এলাকায় আলোচনার বিষয় হয়ে দাড়িয়েছে।জমি মাফিয়াদের নজরে বাদ পড়ছে না স্কুলের জমিও।