বৃহস্পতিবার সকাল নাগাদ আলিপুরদুয়ার থানার অন্তর্গত চাপড়েরপার ২ নং অঞ্চল গোলাবাড়ি থেকে ওই তাক্ষক্তিকে উদ্ধার করে পুলিশ। জানাগেছে গতকাল আলিপুরদুয়ার ২ নম্বর ব্লক চাপড়েরপার ২ নং অঞ্চল গোলাবাড়ি এলাকার বাসিন্দা নারায়ণ কর্মকার গতকাল তার বাড়ির একটি গাছ কাটেন। সেই সময় ওই গাছ থেকে একটি তক্ষক উদ্ধার হয়। তক্ষক নিয়ে কি করবেন বুঝতেবনা পেরে, তক্ষকটিকে বস্তা বন্দি করে রাখেন। বৃহস্পতিবার সকালে বিষয়টি স্থানীয় ভিলেজ পুলিশের কানে আসে। এরপরেই আলিপুরদুয়ার থানার পুলিশ স্থানীয় ভিলেজ পুলিশকে নিয়ে গিয়ে নারায়ণ কর্মকার এর বাড়ি থেকে ওই তক্ষকটিকে উদ্ধার করে নিয়ে আসে। জানাগেছে এরপর আলিপুরদুয়ার থানার পুলিশ উদ্ধার তক্ষকটিকে বক্সা ব্যাঘ্র প্রকল্পের বন কর্মীদের হাতে তুলে দেয়। জানাগেছে বনকর্মীরা উদ্ধার হওয়া তক্ষকটিকে প্রয়োজনীয় চিকিৎসার পর বক্সা বন বিভাগের উন্মুক্ত পরিবেশে ছেড়ে দেয়।
