পঞ্চমীর রাতে নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত চাদরা এলাকায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ প্রতিবেশীকে। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। খুনের অভিযোগ প্রতিবেশী যুবক প্রদীপ কুমার দেবনাথ ওরফে জয়দেব এর বিরুদ্ধে। ঘটনার পরই বেপাত্তা অভিযুক্ত। সূত্রের খবর মৃত ব্যক্তির নাম খোকন দেবনাথ। বয়স ৫০। পরিবারের আজ সন্ধ্যেবেলায় বাড়ি থেকে নোংরা ফেলার জন্য বেরোতেই তাকে খুন করা হয়েছে।

এরপর মৃত খোকন দেবনাথ এর স্ত্রী তার স্বামী ঘরে না আশায় বাইরে গিয়ে খোঁজাখুঁচি করলে দেখেন তিনি বাড়ির ভেতরেই রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। শুরু করলে বাড়ির অন্যান্য সদস্যরা এবং পাড়া প্রতিবেশী এসে খোকন বাবুকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। এরপর তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা খোকন বাবুকে মৃত বলে ঘোষণা করে। যদিও ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। খোকন বাবুর পরিবারের অভিযোগ এর আগেও দুষ্কৃতীমূলক কাজ কর্মের সঙ্গে যুক্ত ছিল অভিযুক্ত প্রদীপ কুমার দেবনাথ ওরফে জয়দেব। কিছুদিন আগেই জেল থেকে বাড়িতে এসেছিল সে। তবে বাড়িতে অশান্তির কারণেই প্রতিবেশী হিসাবে খোকন বাবু তাকে বকাঝকা করেছিল বলেই তার ওপর পুরনো রাগের বসে খুন করা হয়েছে বলে এলাকাবাসী সূত্রে জানা যায়। যদিও গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় তদন্তে নেমেছে শান্তিপুর থানার পুলিশ।