চাকরিহারা শিক্ষক- শিক্ষিকাদের নবান্ন অভিযান ঘিরে কড়া ব্যবস্থা হাওড়া সিটি পুলিশের। নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে উপস্থিত রাজ্য পুলিশের ডি আই জি ট্রাফিক অলক রাজোরিয়া ।
গত শনিবার থেকেই নবান্ন যাওয়ার রাস্তা গুলিতে কংক্রিটের ব্যারিকেড তৈরির কাজ শুরু করেছে পুলিশ। সাঁতরাগাছি স্টেশন, ফোরশোর রোড এবং হাওড়া ময়দান জি টি রোডে ব্যারিকেড তৈরির কাজ শুরু হয়েছে। যাতে এসএসসি চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা হাওড়া স্টেশন থেকে মিছিল করে নবান্ন দিকে যেতে না পারেন।

পুলিশ সূত্রে খবর, আজ হাওড়া শহর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। জায়গায় জায়গায় গার্ড রেল, জল কামান ছাড়াও পুলিশ, রাফ, কমব্যাট ফোর্স মোতায়েন করা হয়েছে। এছাড়াও সিসিটিভির এবং ড্রোনের মাধ্যমে নজরদারি করা হবে। হাওড়া ময়দানে জি টি রোড এলাকায় নবান্ন অভিযানের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে উপস্থিত হলেন ডি আই জি ট্রাফিক অলক রাজোরিয়া