তৃণমূল পঞ্চায়েত সদস্য স্বপন বর্মনের বাবা কাশিকান্ত বর্মন বন্য শুকরের আক্রমণে প্রাণ হারায় স্বপন বর্মনের বাড়িতে গেলে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান গীরিন্দ্র নাথ বর্ম নের সাথে তর্কে জড়িয়ে পড়েন বিজেপি বিধায়ক সুশীল বর্মন এরপর সেখান থেকে সুশীল বর্মন পরিবারের সাথে কথা না বলেই ফিরে আসেন।
