ঘাস কাটতে গিয়ে নিখোঁজ ! খোঁজখবর নেওয়ার পরেই মৃতদেহ ভেসে উঠলো এক পুকুরে। ঘটনাটি শীতলকুচি ব্লকের লালবাজার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নগর লালবাজার এলাকার।
জানাযায় গতকাল আনুমানিক চারটার দিকে ৬০ বছরের বৃদ্ধ এক ব্যক্তি বাড়ি থেকে বেরিয়ে ঘাস কাটতে যান দোলায়। এদিকে সন্ধা ঘনিয়ে আসলেও বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন চিন্তিত হয়ে পড়েন। তৎক্ষণিক পরিবারের লোকজন ওই ব্যক্তিকে খোঁজখবর নেওয়া শুরু করেন।

বিভিন্ন জায়গায় খোঁজখবর নিলে ব্যক্তির খোঁজ পাওয়া যায়নি। অবশেষে দোলার মাঝখানটে গিয়ে দেখা যায় ঘাস কাটা বস্তা ও কাঁচি পুকুরের পাশে রয়েছে কিন্তু ব্যক্তি উধাও। সেই সময় কয়েকজন যুবক সন্দেহজনক ভাবে সেই পুকুরে নেমে জলের মধ্যে খুঁজেছিলেন কিন্তু গভীরতা থাকার কারণে সেই ব্যক্তির দেহ পাওয়া যায়নি। অবশেষে রাত দশটার দিকে ওই পুকুরে মৃতদেহ ভেসে উঠতে দেখেন পরিবারের লোকজন তারপরেই চিৎকার চেঁচামেচি শুরু হয় এলাকায় ।প্রতিবেশী লোকজন ও আত্মীয়-স্বজনরা ছুটে আসেন। মৃতদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন। খবর দেওয়া হয় শীতলকুচি থানার পুলিশ প্রশাসনকে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। আজ বারোটার দিকে সেই মৃতদেহ ময়না তদন্তের জন্য মাথাভাঙ্গা মর্গে পাঠান বলে জানা যায়। তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই ব্যক্তির নাম আহাদ আলী মিয়া বয়স আনুমানিক ৬০ বছর।