গ্রুপ সি এবং গ্রুপ ডি চাকরিহারা কর্মীদের নবান্ন অভিযান এর ডাক। আজ সকালে বিভিন্ন জেলা থেকে হাওড়া ময়দানে জড়ো হন বিভিন্ন জেলার কর্মীরা। আগে থেকেই গোটা হাওড়া ময়দান চত্বরে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। নবান্নর দিকে যাওয়ার রাস্তা গুলিতে বাঁশের ব্যারিকেড এবং গার্ড রেল দিয়ে ঘিরে দেওয়া হয়। ঘটনাস্থলে বিরাট পুলিশ বাহিনী এবং র্যাফ মোতায়েন করা হয়। শুধুমাত্র হাওড়া ময়দানের মেট্রো স্টেশনের বাইরে নয় নবান্ন চারপাশে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়। মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়।এলাকা পরিদর্শন করেন পুলিশ কমিশনার প্রভীন কুমার ত্রিপাঠি। উল্লেখ্য, ২০১৬ সালে এসএসসি পরীক্ষার মাধ্যমে চাকরি পান। পরে সুপ্রিম কোর্টের নির্দেশে তাদের চাকরি যায়।
