মালদহের বামনগোলা ব্লকের,গুয়াবাড়ি এলাকায় বেহাল রাস্তার দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের। গ্রামের ঢোকার দুই দিকের মেন রাস্তা খারাপ,এলাকার জনপ্রতিনিধিদের বারবার জানিয়েও কোন কাজ হয়নি। রবিবার সকালে গ্রামে ঢোকার প্রধান রাস্তায় দাঁড়িয়ে রাস্তা সংস্কারের দাবি তুলে বিক্ষোভ দেখালেন ওই গ্রামের বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দারা বলেন গ্রামে ঢোকা মাত্র দুইদিকে দুটো রাস্তা রয়েছে যার ফলে মেন রাস্তায় দুই দিকেই বেহাল অবস্থা রোগী থেকে স্কুলে পড়ুয়াদের যেতে হলে এই রাস্তা দিয়ে নিয়ে যেতে হয়।

গ্রামে ঢোকে না কোন গাড়ি। দিদিকে বলোতে ফোন করেও হয়নি কোন কাজ।স্থানীয় নেতা-নেত্রী থেকে শুরু করে প্রশাসনের আধিকারিকদের জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ। রাস্তায় দাঁড়িয়ে ক্ষোভ উগড়ে দেন মহিলারা।এ বিষয়ে গ্রামবাসীরা জানান বিভিন্ন দপ্তরে জানানো হয়েছে দিদিকে বলতে ফোন করা হয়েছে কোন কাজ হয়নি।
এ বিষয়ে বিজেপি র মালদা জেলা সহ সভাপতি, বিনা সরকার কীর্তনীয়া, অভিযোগ করে বলেন পথশ্রী থেকে শুরু করে এত সমস্যার সমাধান কোথায় হচ্ছে? রাস্তা কোথায়।
এ বিষয়ে তৃণমূলের ব্লক সভাপতি, তথা জেলা পরিষদের সদস্য, বলেন রাস্তার কাজ খুব শীঘ্রই শুরু হবে বর্ষার জন্যই রাস্তার কাজগুলি বন্ধ রয়েছে বিজেপি শুধু গলাবাজি করতে পারে কাজ করে দেখাক। এলাকায় বিজেপির বিধায়ক রয়েছে তার দেখা নেই। রাস্তা কোথায় করেছে এলাকার জনপ্রতিনিধি হিসেবে এই নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে বামনগোলা এলাকা জুড়ে।