চ্যাংড়াবান্ধা বাণিজ্যে কেন্দ্রে গেমলিংয়ে গ্রেপ্তার হলেন চ্যাংড়াববান্ধা ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সহ সম্পাদক মোস্তাফা ইসলাম (ডাক নাম মোস্তান) । জানা গেছে গতকাল সন্ধ্যায় বাণিজ্য কেন্দ্রে জুয়া বা গেমলিং চলাকালীন মেখলিগঞ্জ থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় ।

বুধবার তাকে মেখলিগঞ্জ মহকুমা আদালতে তোলা হোলে তাকে আদালত তাকে জামিন দেয়। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের ছড়িয়েছে। এই বিষয়ে নিয়ে মেখলিগঞ্জের এসডিপিও আশীষ পি সুব্বা র সাথে যোগাযোগ করলে তিনি জনিয়েছেন গতকাল সন্ধ্যায় গেমলিং চলা কালিন মোস্তফা ইসলামকে আটক করা হয়েছে। আজকে কোর্টে তলা হয়েছে।
এই বিষয়ে মোস্তাফা ইসলাম জানান গতকাল সন্ধ্যায় আমি বর্ডারে ট্রাক ছাড়তে গেছি, সেই সময় পুলিশ আমাকে থানায় যেতে বলে, এরপর,তাকে গেমলিং এর মিথ্যা মামলায় ফাঁসানো হয়।