কোচবিহারে গুলিবিদ্ধ তৃণমূল নেতা রাজু দে কে সামনে রেখে আগামী বিধানসভা নির্বাচনে উত্তর বিধানসভা কেন্দ্র উদ্ধার করবে তৃণমূল। বৃহস্পতিবার চিকিৎসাধীন এই তৃণমূল নেতার সাথে সাক্ষাৎ করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বার্তাই দিলেন তৃণমূল রাজ্য নেতৃত্ব অলোক দাস।
উল্লেখ্য বৃহস্পতিবার কোচবিহার চকচকা এলাকার ঝিনাই ডাঙ্গায় গুলি কান্ড ঘটে যেখানে এক তৃণমূল নেতা গুলিবিদ্ধ হন পরবর্তীকালে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় সেই গুলিবিদ্ধ রাজু দে কে সোমবার দেখতে আসেন তৃণমূলের রাজ্য নেতৃত্ব অলোক দাস এবং সঞ্জয় বক্সী।

রাজু দে কে হাসপাতলে দেখে উত্তর বিধানসভা কেন্দ্র পুনরুদ্ধার এর বার্তা অলক দাসের। সেখানে তিনি জানান এই ঘটনা ঘটিয়ে কোচবিহারে বিজেপি একুশে জুলাই কর্মসূচি নষ্ট করার চেষ্টা করেছিল, তবে সেটা নষ্ট হবে না। আমরা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা চাই আমরা রাজনৈতিক শত্রুতা চাই না। সুতরাং লড়াই হবে প্রতিদ্বন্দ্বিতা হবে আগামী দিনে গুলিবিদ্ধ রাজু দে কে সামনে রেখে আগামী বিধানসভা নির্বাচনে উত্তর বিধানসভা কেন্দ্র পুনরুদ্ধার করবে তৃণমূল।