গুরু পূর্ণিমা উপলক্ষে কোচবিহার মদনমোহন মন্দিরে পুজো দিলেন বিজেপি বিধায়ক সহ নেতৃত্বরা। এদিন উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে, বিজেপি জেলা সাধারণ সম্পাদক বিরাজ বোস সহ অন্যান্য নেতৃত্বরা। আজ গুরু পূর্ণিমা আর সেই উপলক্ষেই সকল গুরুকে শ্রদ্ধা জানিয়ে মদনমোহন মন্দিরে পূজো দেওয়া হলো এবং পুরুষদেরও সম্মান প্রদান করা হলো। মূলত কোচবিহার বাসীর মঙ্গল কামনায় এই পুজো দেওয়া বলে জানান বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে।