আজ গুরু পূর্ণিমা,তাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিভিন্ন মন্দিরে পুজো প্রদান করলেন কর্মী সমর্থক গণ। সেই মত মাথাভাঙ্গা ২ ব্লকের ঘোকসাডাঙ্গা শিব মন্দিরে পুজো প্রদান করলেন বিজেপির কর্মী সমর্থক গণ। কোচবিহার জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক প্রশান্ত বর্মন বলেন, আজ গুরু পূর্ণিমা সাধারণ মানুষের মঙ্গল কামনায় ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সারা ভারত বর্ষ জুড়ে বিভিন্ন মন্দিরে পুজো প্রদান করা হচ্ছে আমরাও ঘোকসাডাঙ্গা শিব মন্দিরে পুজো প্রদান করলাম।পাশা পাশি কুশিয়ার বাড়ী হনুমান মন্দিরেও পুজো প্রদান করা হয় বলে জানান বিজেপি কোচবিহার জেলা পরিষদ সদস্য গুরু প্রসাদ বর্মন।
