ফের সাফল্য পেল দিনহাটা থানার পুলিশ, গাজা সহ ১ ব্যক্তিকে গ্রেপ্তার . প্রায় ৩০.৫ কেজি গাঁজা সহ বছর ৪১ এর আলিমুল হক নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয় মঙ্গলবার রাতে। ভিতরের কাছ থেকে উদ্ধার হয় প্রায় ৩০ কেজি গাঁজা। ধৃতের বিরুদ্ধে NDPS আইনের ধারায় মামলা করা হয়েছে। ধৃতের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয় মোটরসাইকেল ।
