আলিপুরদুয়ার জেলার একাধিক নদীতে সতর্কতা জারি করা হয়েছে । একদিকে বৃষ্টি আর তাঁর মাঝে রাস্তার ওপর গাছ পরে বিপত্তি আলিপুরদুয়ার জেলার শামুকতলা রাজ্য সড়কের খাটাজানি চৌপথী সংলগ্ন এলাকায় রাস্তার ওপর গাছ পড়ে বন্ধ হয়ে গেল যান চলাচল ।

কয়েক ঘণ্টার প্রচেষ্টায় যান চলাচল স্বাভাবিক করা হয় বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ওই এলাকায় পৌঁছায় বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করে তবে প্রশাসনিক কোন কর্তা দেখা পাওয়া যায়নি ওই এলাকায়। এলাকাবাসীর জানান, গাছের গোড়া আগেই পচন ধরেছিল প্রশাসনিক কর্তাদের বিষয়টি জানানো হয়েছিল তাছাড়া টটপাড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েত দপ্তরের সামনেই গাছটি। এর আগেও রাজ্য সড়ক থেকে বেশকিছু গাছ কাটা হয়েছিল বেআইনি ভাবে কিন্তু এই পচা গাছটিকে কাটা হয়নি। কয়েক ঘন্টা যাতায়াত করতে পারেনি সাধারণ মানুষ এমন দৃশ্য দেখা গেছে।