শহরজুড়ে ফের সোনার দোকানে চুরির চাঞ্চল্য। সোমবার দুপুরে মাটিগাড়া থানার অন্তর্গত শিবমন্দির বাজারে একটি জুয়েলারি শোরুমে ঘটে ঘটনাটি। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, প্রথমে এক যুবক ক্রেতা সেজে দোকানে ঢুকে সোনার গয়না দেখতে চাইলে কিছুক্ষণ পর আরেক যুবক যোগ দেয়।
দোকানদারকে ব্যস্ত রাখার ফাঁকে অপর যুবক কাউন্টারে রাখা ১০টি সোনার চেইন মুহূর্তের মধ্যে হাতিয়ে নেয়। তারপর দু’জন বাইকে চেপে দ্রুত চম্পট দেয়।

স্থানীয় এক ব্যবসায়ী ঘটনাটি টের পেলেও ততক্ষণে পালিয়ে যায় দুষ্কৃতীরা। চুরি হওয়া সোনার আনুমানিক মূল্য প্রায় ১০ লক্ষ টাকা বলে জানিয়েছেন দোকান কর্তৃপক্ষ। ভুক্তভোগী জুয়েলারি ব্যবসায়ী হরিপদ সরকার জানান, “জীবনের সমস্ত সঞ্চয় ব্যবসায় ঢেলেছিলাম। একসঙ্গে এত গয়না হারিয়ে কার্যত দিশেহারা।”খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু হয়। অবশেষে সোমবার বিকেলে ফাটাপুকুরের ঝানঝুপাড়া এলাকা থেকে চান্দ গোয়ালা (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করে মাটিগাড়া থানার পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, চুরি হওয়া প্রায় ২৫ গ্রাম সোনা ইতিমধ্যেই গলিয়ে ফেলা হয়েছে। তবে কিছু চেইন উদ্ধার করা সম্ভব হয়েছে। অভিযুক্তকে মঙ্গলবার শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।