গ্রামের সাধারণ মানুষের সমস্যার কথা সরাসরি শুনতে গঙ্গারামপুর ব্লকে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প পরিদর্শনে এলেন শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু।
রাজ্যের প্রতিটি জেলার সঙ্গে দক্ষিণ দিনাজপুরের ৮ টি ব্লকে চলছে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প। গ্রামের মানুষ ক্যাম্পে এসে তাদের সমস্যার কথা খুলে বলছেন কি না? সমস্যার কথা গুলি ঠিকঠাক নথিভুক্ত হচ্ছে কি না? সেগুলির দেখভালের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর মন্ত্রী সভার সদস্যদের পর্যবেক্ষক করে জেলায় জেলায় পাঠিয়েছেন। দক্ষিণ দিনাজপুর জেলার পর্যবেক্ষক করা হয়েছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে। সেই মত শুক্রবার তিনি গঙ্গারামপুর ব্লকের দমদমা গ্রাম পঞ্চায়েতের গচিয়ারে আমাদের পাড়া,আমাদের সমাধান ক্যাম্প পরিদর্শন করতে আসেন। বেলুন উড়িয়ে ও প্রদীপ প্রজ্জ্বল করে গচিয়ারের আমাদের পাড়া,আমাদের সমাধান কর্মসূচির সূচনা করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি চিন্তামনি বিহা, জেলার জেলাশাসক বিজিন কৃষ্ণ, অতিরিক্ত জেলাশাসক শুভদীপ মণ্ডল বিধায়ক রেখা রায়,তোরাফ হোসেন মন্ডল,গঙ্গারামপুর পৌরসভার পৌরপিতা প্রশান্ত মিত্র,অতিরিক্ত পুলিশ সুপার

সহকারী সভাধিপতি অম্বরিশ সরকার প্রমুখ।অনুষ্ঠানে স্বাগত ভাষন দেন গঙ্গারামপুর ব্লকের বিডিও অর্পিতা ঘোষাল। বেশ কিছু উপভোক্তার হাতে সরকারি প্রকল্পের সুবিধাও তুলে দেন মন্ত্রী। এদিনের এই অনুষ্ঠানগুলো সকলের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
অপর দিকে বংশীহারী ব্লকের সুদর্শন নগর হাই স্কুলে অনুষ্ঠিত হলো আমাদের পাড়া আমাদের সমাধান। সাধারণ মানুষের কি সমস্যা শুনতে ক্যাম্পে হাজির হন শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু, এছাড়াও উপস্থিত ছিল দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক বিজিন কৃষ্ণা, কুশমন্ডির বিধায়ক রেখা রায়,গঙ্গারামপুর মহকুমার মহকুমা শাসক অভিষেক শুক্লা, বংশীহারী ব্লকের বিডিও সুব্রত বল, সহ আরো অনেকে। মূলত আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে বুথের কি কি সমস্যা রয়েছে, মূলত সেই কথা শুনতেই হাজির হয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। প্রদীপ প্রজননের মধ্য দিয়ে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের শুভ সূচনা করেন মন্ত্রী। পরবর্তীতে কুশমন্ডির মুখাশিল্প উপহার তুলে দেন মহাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান নূর আক্তার বানু। আদিবাসী নৃত্যের আয়োজন ছিল। আমার পাড়া আমার সমাধান প্রকল্পের এই অনুষ্ঠানের জন্য প্রচুর লোকজন উপস্থিত হয় সুদর্শন নগর হাই স্কুলে। এলাকার বিভিন্ন স্কুল এবং প্রাইমারি স্কুলগুলো তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে।। তবে মঞ্চে বক্তব্য দিতে গিয়ে বংশীহারী ব্লকের ভিডিও সুব্রত বল জানান মমতা ব্যানার্জি উদ্যোগে দুয়ারে সরকার কিংবা আমার পাড়া আমাদের সমাধান প্রকল্পের উদ্যোগে যে কাজকর্ম তা সত্যিই অবিশ্বাস্য। এই ধরনের কাজ হলেই গ্রাম গঞ্জের বিভিন্ন সমস্যার সমাধান হবে।