গঙ্গায় ঘুরে বেড়াচ্ছে কুমির, ব্যাপক আতঙ্ক মুর্শিদাবাদ সামশেরগঞ্জের নতুন শিবপুরে। নদীর ধারে ভিড় মানুষের, মাছ ধরতে নামতে পারছেন না মৎসজীবিরা।
স্থানীয় বাসিন্দা সুত্রে জানাযায়, শনিবার সকালে সামশেরগঞ্জের নতুন শিবপুরে গঙ্গায় কুমির দেখা যায়। একে তো গঙ্গা ভাঙ্গন, তারপর গঙ্গায় কুমির দেখে আতঙ্কে মাছ ধরতে নামতে পারছেনা মৎসজীবিরা। ভাঙ্গনের আতঙ্কে বাড়িঘর ছেড়ে অন্যত্র গিয়ে আশ্রয় নিচ্ছে এবং তার উপরে যে সমস্ত পরিবারের গঙ্গার পাড়ে বসবাস করছে, কোন রকম মাছ ধরে নিজের সংসার চালাবেন সেই অবস্থায় এই কুমির দেখতে পাওয়ায় মৎসজীবিরা গঙ্গায় আর নামতে পারছেন না। বিপদ যেন পিছু ছাড়ছে না নতুন শিবপুর গ্রামের মানুষের।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বনদপ্তরের আধিকারিকরা। বনদপ্তরের পক্ষ থেকে সেই এলাকার সাধারণ মানুষ থেকে মৎস্যজীবীদের সচেতন করা হয়। গঙ্গার পাড় থেকে কুমির না যাওয়া পর্যন্ত গঙ্গায় নামতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া মৎসজীবিদের সাবধানে থাকতে বলা হয়েছে। কোন রকম দুর্ঘটনা এড়াতে এলাকায় বনদপ্তরের কর্মীরা মোতায়েন আছে বলে জানাযায়।