ময়নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের বেদগারা খাটোর বাড়ি এলাকার বাসিন্দা দীনেশর রায়, তার স্ত্রী ছেলে মেয়ে এবং বৃদ্ধ মা-বাবাকে নিয়ে তার বাস, পেশায় একজন দিনমজুর। দিনমজুরি করে ই পেট চালাতেন। কিন্তু জলঢাকার বাঁধ ভেঙে তার বাড়ির সম্পূর্ণ অংশ ভেঙে জলের তলায় চলে যায়। এই অবস্থায় বৃদ্ধ প্রায় একশত বছরের বাবার নাম টাটু রায়,। মা পুশু রায় বলেন স্বামী দীর্ঘ দুই বছর থেকে অসুস্থ হয়ে বিছানায়। এই অবস্থা বন্যা জল ঘরে ঢুকে গেলে আতঙ্কে দিশেহারা হয়ে পড়ে ওই পরিবারটি। ওই সময় ছেলে দীনেশর রায়, তাদের বাড়ির গবাদি পশু নিয়ে পারাপার হচ্ছিলেন। পরবর্তীতে ছেলে দীনেশ্বরে এসে বাবা ট্যাটু রায়কে কাঁধে করে নদীর বাঁধে উঁচু জায়গা উঠে আসে। বর্তমানে বাবার ট্যাটু রায়ের অবস্থা শোচনীয়। তার চিকিৎসার দরকার।

এ ব্যাপারে ময়নাগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান মনোজ রায় বলেন, অসুস্থ টাক্টুরাইকে নিয়ে হাসপাতালে যেতে, সেইসঙ্গে যদি মনে করে তার পরিবারের লোকেরা প্রাইভেট ডাক্তার দেখাবে। সম্পূর্ণ খরচ বহন করবে ।
অন্যদিকে এই পরিবারে একমাত্র উপার্জনশীল ছেলে দীনেশ রায়। কিভাবে বাড়ি ঘর বানাবে নতুন করে, সেইসঙ্গে অসুস্থ বাবাকেই বা কি করে চিকিৎসা করাবে সেই চিন্তায় তার মাথায়।
অন্যদিকে অসুস্থ স্বামীকে সবসময় আগলে রেখেছেন স্ত্রী পুশো বালা রায়, তিনি বলেন স্বামী স্ত্রী ভালবাসা কে আলাদা, যতদিন বাচব স্বামী-স্ত্রী একই সঙ্গে থাকবো।