ফালাকাটা ব্লকের অন্তর্গত সরুগাঁও চা বাগান এলাকায় খাবারের খোঁজে হাতির একটি দল হঠাৎ করেই জঙ্গল ছেড়ে লোকালয়ে প্রবেশ করায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে প্রায় ১০ থেকে ১৫ টি হাতির একটি দল সংশ্লিষ্ট এলাকায় ঢুকে প্রথমে ২৪৫ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘরের পাকা দেওয়াল ভেঙে শিশুদের জন্য মজুত চাল, ডাল সবার করে।

ওই তান্ডব চালিয়ে সংশ্লিষ্ট চাবাগানে বাংলোর পাশের একটি জঙ্গলে আশ্রয় নেয় হাতির দলটি। এদিকে মঙ্গলবার সকালে সরুগাও চা বাগানের বাসিন্দারা প্রথমে ওই হাতির দলটিকে লোকালয়ের মধ্যে দেখতে পান। সাধারণত এই ধরনের ঘটনা ওই এলাকায় হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে সর্বত্র। হাতিগুলিকে দেখে স্থানীয়রা আতঙ্কে পড়ে যান এবং দ্রুত বনদফতরকে খবর দেন। খবর পাওয়ার পর বনদফতরের দলগাঁও রেঞ্জের কর্মীরা সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছান এবং হাতির দলের গতিবিধির উপর নজর রাখতে গোটা এলাকাটি ঘিরে ফেলা হয়।