খরদহে মাটি দিয়ে জলাশয় ভরাট ও পাচিল দিয়ে জলাশয় ঘেরাওয়ের অভিযোগ জমি মাফিয়াদের বিরুদ্ধে,পৌরসভার নোটিশ ছিড়ে দিল জমি মাফিয়ারা,অভিযুক্তদের বিরুদ্ধে সরব পুরপ্রধান
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন জলাশয় ও পুকুর ভরাট করা যাবে না।।কিন্তু সেই মুখ্যমন্ত্রীর নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে খরদহ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত উত্তরপাড়া এলাকায় প্রকাশ্যে মাটি বালি ফেলে জলাশয় ভরাটের পাশাপাশি চলছে পাচিল দিয়ে জলাশয় ঘেরাওয়ের কাজ।।এই সমস্ত জলাশয় ভরাটের অভিযোগ উঠল এলাকার জমি মাফিয়াদের বিরুদ্ধে।

সাত দিনের মধ্যে মাটি তুলে নিয়ে ভরাট হওয়া জমি আগের জায়গায় ফিরিয়ে নেওয়ার জন্য নোটিশ জারি করে করে খরদহ পৌরসভা।।সেই পৌরসভার নোটিশ রাতের অন্ধকারে ছিড়ে দেওয়ার অভিযোগ উঠল জমি মাফিয়াদের বিরুদ্ধে।।।আরে জমি মাফিয়া দের দৌরাত্ম্য নিয়ে এবার সরব হলেন পৌরসভার পুরপ্রধান নিলু সরকার।।এইভাবে জলাশয় ভরাট করতে দেওয়া হবে না।।যারা এই অন্যায় কাজ করছে।।তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে পৌরসভার পক্ষ থেকে।।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রহড়া থানা পুলিশ।