হেরিটেজ কোচবিহারের ঐতিহ্য মন্ডিত কান্তেশ্বর গড় দীর্ঘ্য দিন ধরে কিছু দখলদার মানুষ নানা কৌশলে গড়ের জমি দখল করে চলছে। প্রশাসনের নজরে থাকলেও তারা এধরনের বেদখল বন্ধ করতে ব্যর্থ হচ্ছেন বলেই দিনের পর দিন দখলদারি বেরেই চলছে। এবিষয়ে এলাকাবাসী মনে করেন কিছু দালালি চক্রের ফাঁদে পরে সাধারণ মানুষ এধরনের অবৈধ নির্মাণ ও জমি দখল করার অবৈধ কাজে প্রভাবিত হয়ে থাকেন। এবিষয়েও প্রশাসনকে নজরদারি রাখার দাবি জানান এলাকাবাসী।

খবরের জেরে এদিন মধ্য সর্বশ্বর জয়দুয়ার এলাকার ঐতিহাসিক কান্তেশ্বর গড়ের জমিতে তৈরী করা দোকান ভেঙে দিল প্রশাসন। পুলিশ প্রশাসন এবং বি.এল.আর.ও. টীম ঘটনাস্থলে গিয়ে দোকানগুলো গুড়িয়ে দেয় । এমনকি ভবিষ্যতে যাতে কেউ ঐতিহাসিক কান্তেশ্বর গড়ের জমি দখল করতে না পারে সে বিষয়ে এলাকাবাসীকে সতর্কিত করেন ।