খড়িবাড়ি: ফের ইন্দো-নেপাল সীমান্তে ধরা পড়ল এক বাংলাদেশি নাগরিক। অবৈধভাবে ভারতে বসবাসের অভিযোগে এসএসবি আটক করে পুলিশের হাতে তুলে দিল অভিযুক্তকে। ধৃতের নাম অরুণ কান্তি রায়, তিনি বাংলাদেশের লালমনিরহাট জেলার বাসিন্দা।
সূত্রে জানা গিয়েছে, প্রায় তিন বছর আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করে খড়িবাড়ির গৌরসিং গ্রামে বসবাস শুরু করেন তিনি। অভিযোগ, এখানে এসে নিজের পরিচয় গোপন করতে নাম পরিবর্তন করে অর্ঘ্য বর্মন নামে আধার কার্ড, প্যান কার্ড সহ একাধিক ভারতীয় নথি তৈরি করেছিলেন তিনি।

গতকাল গোপন সূত্রে খবর পেয়ে এসএসবি ওই গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে। জিজ্ঞাসাবাদে ধৃত স্বীকার করেন যে তিনি বাংলাদেশের নাগরিক। তার কাছ থেকে একটি বাংলাদেশি নাগরিক পরিচয়পত্র উদ্ধার করেছে এসএসবি।পরে অবৈধভাবে ভারতে বসবাসের অভিযোগে তাকে খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আজ ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। পুলিশ জানিয়েছে, তাকে রিমান্ডে নিয়ে গোটা ঘটনার সঙ্গে আর কারা জড়িত আছে তা খতিয়ে দেখা হবে।