আবারো ট্রেন দুর্ঘটনায় ৩টি হাতির মৃত্যু। রাত একটা নাগাদ ঝাড়গ্রাম থেকে জনশতাব্দী এক্সপ্রেস খড়গপুর যাওয়ার সময় বাঁশতলাতে হাতি ড্রাইভ করছিলেন বন দপ্তর ও হুলা পার্টির সদস্যরা সেই সময় একটি বয়স্ক হাতি ও দুটি শাবক হাতি বাঁশতলা স্টেশনের পরেই রেল লাইনের উপরে উঠে যায়, যার ফলে ঘটে বিপত্তি, ঘটনাস্থলেই তিনটি হাতির মৃত্যু হয় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

ঘটনাস্থলে এসে উপস্থিত হয় বনদপ্তরের উচ্চপদস্থ আধিকারিক ও রেল আধিকারিকরা তড়িঘড়ি ট্রেন চলাচল স্তব্ধ হয়ে পড়ে বনদপ্তরের আধিকারিকরা হাতির মৃতদেহ উদ্ধার কাজ শুরু করে। তবে স্থানীয় মানুষের বক্তব্য সঠিক প্রশিক্ষণপ্রাপ্ত হুলা পার্টি নিয়োগ না করার ফলে একের পর এক হাতির মৃত্যুর ঘটনা লক্ষ্য করা যাচ্ছে, বনদপ্তরের সেভাবে কোন ভূমিকায় লক্ষ্য করা যায়নি ঝাড়গ্রাম জেলাতে যা নিয়ে অভিযোগ তুলছেন স্থানীয় সাধারণ মানুষ। কবে হুশ ফিরবে বনদপ্তরের যা নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে ঝাড়গ্রাম জেলা জুড়ে,তবে এই ঘটনায় বনদপ্তর মুখে কুলুপ এঁটেছে।