ক্ষণিকের ঝড়ে ক্ষতিগ্রস্ত ফালাকাটা ব্লকের ময়রারডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের কুঞ্জনগর চুয়াখোলা এলাকা l রবিবার রাতে হঠাৎই বৃষ্টির সাথে প্রচন্ড ঘূর্ণিঝড় বয়ে যায় এর ফলে ক্ষতিগ্রস্ত হয় এলাকা, কাঁচ ভেঙে পড়ে ঘরের উপর এবং রাস্তার ইলেকট্রিক পোস্ট এর ওপর এর ফলে বিদ্যুৎ সংযুক্ত বিচ্ছিন্ন হয় এবং প্রচুর ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয় ক্ষতি হয় গবাদি পশুরও এবং বেশ কয়েকজন তাতে জখম ও হয়েছেন l গ্রামবাসীরা জানায় তারা এই ক্ষয়ক্ষতির বিষয় নিয়ে বিডিও সঙ্গে আলোচনা করে সাহায্য এবং ত্রাণ এর ব্যবস্থা করে সেই বিষয়ে আবেদন জানাবেন l