মাথাভাঙ্গা জোরপাটকি হাইস্কুলে স্কুল চলাকালীন ক্লাস রুমে ফ্যান মাথায় পড়ে আহত নবম শ্রেণীর তিন ছাত্রী।আহতদের মধ্যে লিজা পারভিন ভর্তি মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে।আহত ছাত্রী জানান স্কুল শুরুর আগে ক্লাসে বান্ধবীদের সাথে গল্প করছিলেন আচমকা একটি ফ্যান মাথার উপর পড়ে এরফলে তিনজন আহত হয়েছেন।তবে দুজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও একজন মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।স্কুলের প্রধান শিক্ষক ফোনে জানান তিনি ছুটিতে আছেন।তবে ফ্যান পরে তিনজন আহত হয়েছেন।একজন হাসপাতালে ভর্তি রয়েছে।স্কুলের শিক্ষকরাই হাসপাতালে ভর্তি করেন বলে জানান।