দক্ষিণ দিনাজপুর জেলার উপভোক্তা বিষয়ক দপ্তরের সমন্বিত ক্রেতা সুরক্ষা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন হলো এদিন। ক্রেতা সুরক্ষা দপ্তরের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র। উপস্থিত ছিলেন জেলাশাসক বিজিন কৃষ্ণা, বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।
দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাটে দীর্ঘদিন ধরে ভাড়াবাড়িতে রয়েছে ক্রেতা সুরক্ষা দপ্তর।

উপভোক্তা বিষয়ক দপ্তরের অধীনে ক্রেতা সুরক্ষা, পরিমাপ বিষয়ক দপ্তর এবং ফুড সেফটি সমন্বিত ভাবে একই ছাদের তলায় আনতে ক্রেতা সুরক্ষা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।