সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। আর এই উৎসবের আগে থেকেই কেনাকাটায় ব্যস্ত থাকে সাধারণ মানুষ। দোকান থেকে কেনাকাটার পাশাপাশি এখন অনলাইনেও কেনাকাটা হয়। আর এই সময় কেনাকাটা করতে গিয়ে ক্ষতির সম্মুখীন হন ক্রেতারা। তাই ক্রেতাদের সচেতন করতে একটি ট্যাবলো বের করা হলো।
জানা গেছে, দশদিন ধরে জেলার বিভিন্ন ব্লকের গ্ৰাম পঞ্চায়েত এলাকায় ঘুরবে এই ট্যাবলো।মূলত পূজার প্রাক মুহুর্তে কেনাকাটা করতে গিয়ে যাতে ক্রেতাদের কোনোরকম অসুবিধা না হয় সে কারণে এই ট্যাবলো বের করা হয়েছে। অনলাইন কেনাকাটা এবং পূজার সময় বিশেষ অফারের ক্ষেত্রেও ক্রেতাদের সচেতন করা হচ্ছে।

অনলাইন কেনাকাটার ক্ষেত্রে বৈধ এবং নিরাপদ ওয়েবসাইট ব্যবহার করতে হবে।পাশাপাশি ভাওয়াইয়া গানের মাধ্যমেও চলবে প্রচার। এছাড়াও মোবাইল ব্যবহারের মাধ্যমে এখনকার ছেলে মেয়েরা বিভিন্ন রকম সমস্যায় পড়ছেন সে বিষয়েও সচেতন করা হবে। এছাড়াও কোনো সমস্যা হলে ক্রেতা সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে তার সুরাহা করা হবে।