কোটশিলা রেঞ্জের সিমনী জঙ্গলে বনদফতরের ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়লো জোড়া চিতাবাঘ। এর আগেও ওই অঞ্চলে চিতাবাঘের উপস্থিতির প্রমাণ মিলেছিল, তবে এবার জোড়া বাঘের স্পষ্ট ছবি মেলায় চাঞ্চল্য ছড়িয়েছে। বনদপ্তর জানিয়েছে, এই অঞ্চলে বন্যপ্রাণীর সংখ্যা বাড়ছে, যা বন সংরক্ষণের সফলতার ইঙ্গিত। তবে পাশাপাশি বাড়ছে সচেতনতার প্রয়োজনও। তাই এলাকায় এলাকায় ঘুরে সাধারণ মানুষের মধ্যে বন্যপ্রাণ ও বন সংরক্ষণ নিয়ে প্রচার চালানো হচ্ছে।
