ফের মৃতদেহ উদ্ধার কোচবিহারে ঘটনা ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।ঘটনাটি ঘটেছে কোচবিহার ২ নং ব্লকের দক্ষিণ টাকাগাছ শুনশুনির বাজার এলাকায়, জানা গেছে মৃত ব্যক্তির নাম মণীন্দ্রনাথ রায় ডাকনাম মনি, তিনি একটি কাপড়ের দোকান করে সংসার চালাতেন তবে তার সংসারে তিনি এবং তার ছেলে ছাড়া কেউ ছিলেন না। প্রতিদিনই সে সময় মতো দোকান খুলে এবং গত তিন- চার দিন থেকে তিনি দোকান খোলে না বলে জানায় স্থানীয় বাসিন্দারা।

এদিন এলাকায় হঠাৎই দুর্গন্ধ ছড়ায় পরবর্তীকালে এলাকার বাসিন্দারা ওই বাড়িতে গেলে দেখেন মনিন্দ্র নাথ রায় অর্থাৎ মনি রায় নামের ওই ব্যক্তি মৃতদেহ পরে রয়েছে কল পারে। পরবর্তীতে এলাকার স্থানীয়রা খবর দেয় পুলিশকে। কোচবিহার ২নং ব্লকের পুন্ডিবাড়ী থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।