রাজু দের উপর আক্রমণকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে কোচবিহার ২ নং ব্লকের পুন্ডিবাড়িতে পথ অবরোধ তৃণমূলের। এদিন রাস্তায় টায়ার জ্বালিয়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভের শামিল হল তৃণমূল কংগ্রেস। এই ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবীতে কোচবিহার দুই নাম্বার ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি করা হয়।

উল্লেখ্য কোচবিহার দু’নম্বর ব্লকের ঝিনাই ডাঙ্গায় বৃহস্পতিবার রাতে শুট আউট এর ঘটনা ঘটে আর এই ঘটনায় গুলিবিদ্ধ হন কোচবিহার ২নং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা কোচবিহার ২ নং ব্লক তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক রাজু দে। বৃহস্পতিবার রাতে দলীয় কাজ করে ফেরার পথে চকচকা নিজের বাড়ির সামনে গুলিবিদ্ধ হন রাজু দে। বর্তমানে তিনি কোচবিহারের একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এই ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবিতে এদিন পথ অবরোধ করে বিক্ষোভে শামিল হয় কোচবিহার ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস। এদিন টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করেন তৃণমূল কর্মী সমর্থকেরা।
এ বিষয়ে বিধায়ক সুকুমার রায় বলেন, ভারতীয় জনতা পার্টি সন্ত্রাসের রাজনীতি করে না। উত্তর বিধানসভায় তৃণমূল কংগ্রেসের সংগঠন নেই বলে দাবি করেন তিনি। চকচকায় যে ঘটনা ঘটেছে তার সাথে বিজেপি কোনোভাবেই যুক্ত নয়। ভারতীয় জনতা পার্টিকে হেনস্তা করতে তাদের নাম জড়ানো হচ্ছে। তার ছেলেকে আটক করা প্রসঙ্গে তিনি বলেন পরিকল্পনা করে তার ছেলেকে এই ঘটনার সাথে জড়ানো হয়েছে।