সোমবার শীতলকুচি ব্লকের রথেরডাঙ্গা মোড় চৌপতিতে রাজ্য সড়কে বাইক ও অটো সংঘর্ষে আহত বাইক আরোহী। জানা যায় একটি তামাক ভর্তি অটো সিতাই অভিমুকে যাচ্ছিল সেই সময় একটি বাইক এসে অটোর গায়ে সজরে ধাক্কা মারে সঙ্গে সঙ্গে বাইক আরোহী বাইক সমেত পড়ে যায় এবং গুরুতর আহত হয়।পথ চলতি ও স্থানীয় মানুষরা ওই আহত ব্যক্তিকে উদ্ধার করে শীতলকুচি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়।

শীতলকুচি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আহত ব্যক্তি চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। জানা গেছে ওই বাইক আরোহীর বাড়ি, রথেরডাঙ্গা মোড় চৌপতি সংলগ্ন এলাকায়।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে অটোটি কে থানায় নিয়ে যায় বলে পুলিশ সূত্রে জানা গেছে।