কালিগঞ্জের তমান্নার নৃশংস হত্যা ও কসবার ‘ল কলেজের ছাত্রীর দলবদ্ধ ধর্ষণের তীব্র প্রতিবাদ জানানোর পাশাপাশি উভয় ক্ষেত্রেই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোচ্চার হবার পাশাপাশি ২৫শতাংশ ডিএ অবিলম্বে মিটিয়ে দেওয়া এবং ৯জুলাই দেশব্যাপী সাধারণ ধর্মঘটকে সফল করার আহ্বান জানিয়ে বুধবার কোচবিহার শহরে যৌথ মিছিল করলো নিখিলবঙ্গ শিক্ষক সমিতি ও নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি।
এদিন কোচবিহার শহরের রূপনারায়ণ রোডে সত্যপ্রিয় ভবনের সামনে থেকে এই মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। মিছিলে নেতৃত্ব দেন এবিটিএ কোচবিহার জেলা সম্পাদক সুজিত দাস, সভাপতি শ্যামলেন্দু দাস, এবিপিটিএ কোচবিহার জেলা সম্পাদক দীপক কুমার সরকার প্রমুখ।

এদিন এবিটিএ কোচবিহার জেলা সম্পাদক সুজিত দাস বলেন, ল কলেজে ছাত্রী ধর্ষণ থেকে শুরু করে বিজয়োল্লাসের নামে একটি ফুটফুটে মেয়েকে হত্যা করার মতো নারকীয় ঘটনার তীব্র প্রতিবাদ জানানোর পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং আদালতের রায় অনুযায়ী বকেয়া ডিএ মেটানো ও কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে আগামী ৯জুলাই সারা ভারত ধর্মঘটকে সফল করবার আহ্বান জানিয়েই এদিন রাস্তায় নেমেছেন তারা।