কালিগঞ্জের তমান্নার নৃশংস হত্যা ও কসবার ‘ল কলেজের ছাত্রীর দলবদ্ধ ধর্ষণের তীব্র প্রতিবাদ জানানোর পাশাপাশি উভয় ক্ষেত্রেই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোচ্চার হবার পাশাপাশি ৯জুলাই দেশব্যাপী সাধারণ ধর্মঘটকে সফল করার আহ্বান জানিয়ে শুক্রবার কোচবিহার শহরে মিছিল করলো সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি।

এদিন কোচবিহার শহরের রূপনারায়ণ রোডে সংগঠনের জেলা দপ্তরের সামনে থেকে এই মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। মিছিলে নেতৃত্ব দেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি কোচবিহার জেলা সম্পাদিকা শিবানী পাল, সভানেত্রী শিখা আদিত্য, মহিলা নেত্রী বাণী রায়, প্রতিমা সরকার, মধুছন্দা সেনগুপ্ত প্রমুখ।
এদিন সংগঠনের কোচবিহার জেলা সম্পাদিকা শিবানী পাল বলেন, ল কলেজে তৃণমূল ছাত্রনেতার নেতৃত্বে ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের সাথে যুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি সহ তামান্না হত্যার মতো নারকীয় ঘটনার তীব্র প্রতিবাদ জানানোর পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে আগামী ৯জুলাই সারা ভারত ধর্মঘটকে সফল করবার আহ্বান জানিয়েই এদিন রাস্তায় নেমেছেন তারা।