কোচবিহার শহরে মহারাজা জগদীপেন্দ্র নারায়ন ভুপ বাহাদুরের মূর্তি স্থাপনায় বাঁধা।
উল্লেখ্য কোচবিহার শহরে পাঁচটি জায়গায় মহারাজাদের মূর্তি স্থাপনের পরিকল্পনা নিয়েছে কোচবিহার পৌরসভার পৌর বোর্ড। যা নিয়ে গত পৌর বোর্ডের মিটিংয়ে আলোচনা হয়েছিল।পৌর বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার কোচবিহার শহরে সাগরদিঘী সংলগ্ন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সামনে মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভুপ বাহাদুরের মূর্তি স্থাপন করতে গেলে বাঁধার মুখে পড়তে হলো কোচবিহার পৌরসভাকে।

এদিন সকালে কাজ শুরু করা হয় মূর্তি স্থাপনের। তবে ঠিক দুপুরে নাগাদ কেউ বা কারা মূর্তি স্থাপনের কাজে নিযুক্ত শ্রমিকদের কাজ বন্ধ করতে বলে। এরপরই কাজ বন্ধ করে দেন শ্রমিকরা। পরবর্তীতে এই স্থানে পৌঁছন কোচবিহার পৌরসভার পৌরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষ এবং তিনি পুনরায় কাজ চালু করান।
পরবর্তীতে সেই স্থানে যায় পুলিশ। পুলিশ গিয়ে পুনরায় মূর্তি স্থাপনের কাজ বন্ধ করে দিয়ে সংস্কৃত স্থানের ব্যরিকেড লাগিয়ে দেন।
রবীন্দ্রনাথ ঘোষ বলেন পৌর বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী এবং বিভিন্ন সংগঠনের সাথে কথা বলেই এই উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সামনে মহারাজা জগদীপেন্দ্র নারায়ণের মূর্তি স্থাপনের উদ্যোগ নিয়েছে পৌরসভা। কিন্তু আশ্চর্যজনক ভাবে এই মূর্তি স্থাপনের কাজ শুরু করা হলে, কে বা কারা কাজ বন্ধ করে দেয়। তিনি বলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সামনে এই মূর্তি আপনার উদ্যোগ নিয়েছে পৌরসভা তার কারণ এই জায়গাটি কোচবিহার পৌরসভার। কেন এই কাজ বন্ধ করে দেয়া হলো তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনিও।