সব বাঙালি এক হও এই স্লোগানকে সামনে রেখে কোচবিহার শহরে এনআরসি বিরোধী প্রতিবাদ মিছিল করলো তৃণমূল কংগ্রেস। এদিন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোচবিহার ভবানীগঞ্জ বাজার এলাকার লালদীঘি পার থেকে এই মিছিল শুরু হয় এবং কোচবিহার শহরের গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে। এদিনের এই মিছিলে নেতৃত্ব দেন তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক।

এছাড়া উপস্থিত ছিলেন কোচবিহার জেলা পরিষদের সহকারী সভাধিপতি আব্দুল জলিল আহমেদ, তৃণমূল মহিলা কংগ্রেসের কোচবিহার জেলা সভানেত্রী সুচিস্মিতা দত্ত শর্মা, কোচবিহার পৌরসভার ভাইস চেয়ারম্যান আমিনা আহমেদ সহ অন্যান্য নেতৃত্বরা। কোচবিহারের ভূমিপুত্র উত্তম কুমার ব্রজবাসী ও কোচবিহারের মেয়ে আরতি ঘোষকে বিজেপি পরিচালিত অসং সরকার এনআরসির নামে অযথা হয়রানি করছে, এনআরসির নামে কোচবিহারের নাগরিকদের তথা বঙ্গবাসীদের টার্গেট করছে বিজেপি। এই চক্রান্তের প্রতিবাদে এনআরসি বিরোধী প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হচ্ছে বলে এদিন জানান তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। পাশাপাশি দিন তিনি জানান সকল বাঙালিকে এক হয়ে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদের প্রাচীর তৈরি করতে হবে।